সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮ থানার কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক।। দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম চালু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালানোর পর বহু প্রাণহানি ঘটে। এরপর জনরোষের শিকার হয়ে অনেক পুলিশ সদস্যও প্রাণ হারান। থানা ভবনগুলোতে হামলা চালানো হয়। এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন, যার ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে।