
সারজিস আলম বিচারপতিদের যে হুঁশিয়ারি দিলেন
নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রাজপথ এবং ফেসবুক, দু’ক্ষেত্রেই তিনি সমানে সমান এক সক্রিয় প্রতিবাদী শিক্ষার্থী। তিনি প্রতিনিয়ত বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছেন।
এবারও এর ব্যতিক্রম হয়নি। আজ শনিবার সকাল ১০টার দিকে এদেশের বিচারপতিদের উদ্দেশ্যে এক হুঁশিয়ারি বার্তা দিলেন তিনি। ফেসবুক পোস্টের মাধ্যমে বার্তাটি ছড়িয়ে দেন আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক।
তিনি লিখেছেন, আপনাদের মতো অযোগ্য বিচারপতিদের জন্য দেশের আজ এই অবস্থা ৷ এ পোস্টের মাধ্যমে সারজিস আলম এক কথায় এদেশের নাজুক বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন।
তিনি সরাসরি হুমকি দিয়ে শেষের বাক্যে লিখেছেন, কোনো প্রকার চক্রান্তের চেষ্টা করলে জনগণ চিরকালের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ করবে ৷