366484

এখনও স্থগিত করা হয়নি নতুন শিক্ষাক্রম: এনসিটিবি

নিউজ ডেস্ক।। নতুন কারিকুলাম এখনও স্থগিত করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আগের সরকারের করা মাধ্যমিক শিক্ষার ‘নতুন শিক্ষাক্রম’ স্থগিত হয়েছে বলে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (১০ আগস্ট) চ্যানেল আইকে এ তথ্য জানিয়েছে এনসিটিবি।

এনসিটিবি জানিয়েছে, নতুন শিক্ষাক্রম নিয়ে অনুষ্ঠিতব্য কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা ও পরিমার্জনের কাজ স্থগিত রয়েছে। চার দিনের একটি কর্মশালা স্থগিত করা হয়েছে। তবে নতুন শিক্ষাক্রম আমরা ইচ্ছে করলেই স্থগিত করতে পারি না। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন।

 

ad

পাঠকের মতামত