366295

ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।। নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া। একইসঙ্গে চলছে রঙ তুলির আঁচড়ে নানা রকম কথন লিখা। কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র, কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধ’র গল্প। রাজধানীর সব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ রাখছেন শিক্ষার্থীরা৷

শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, বিলবোর্ড, অপসারণ আর নানা রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের অংশ হিসেবে, এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা।

এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা গণপরিবহনগুলো শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছেন শিক্ষার্থীরা। জোরদবস্তি নয়, সচেতনতা বৃদ্ধিই তাদের একমাত্র লক্ষ্য।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কাউকে জোরদবস্তি করা হচ্ছে না। নিয়ম মেনে চলার জন্য বলা হচ্ছে সবাইকে। এই কয়েকদিনে অনেকটা শৃঙ্খলে ফিরেছে সড়কের পরিবেশ। ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত