366063

ড. ইউনূসের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক।। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ দেশটি তার জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যত নির্ধারণ করেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের ওপর নজর রাখছি, এবং আমরা স্পষ্টতই একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেখেছি। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা হবে। আমরা বুঝতে পেরেছি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

 

ad

পাঠকের মতামত