366089

অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছে, যা জানালেন আসিফ মাহমুদ

ডেস্ক রিপোট।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে মুখে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন। সেখানে সর্ব সম্মতিক্রমে নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠনের সিদ্ধান্ত করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে জানিয়েন, কারা থাকছে এই অন্তর্বর্তীকালীন সরকারে।

আসিফ মাহমুদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ দুপুর ২টায় ড. ইউনূস দেশে ফিরবেন। তার সাথে আলোচনা শেষে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিবে নতুন সরকার।

এছাড়া গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন। এসময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান।

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত তিনি দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

 

ad

পাঠকের মতামত