মানিকগঞ্জে আহত আ.লীগ নেতার মৃত্যু
নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলায় নিহত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু। তিনি মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি বিসিবির পরিচালক এএম নাইমুর রহমান দুর্জয়ের চাচা।
রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাৎক্ষণিক তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন জানান, তার অবস্থা সংকটাপন্ন হলে বিকালেই তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সাবেক এমপি দুর্জয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন শোক প্রকাশ করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ব্যানারে বিএনপি ও জামায়াতে ইসলামী মানিকগঞ্জে গত রোববার দিনভর নৈরাজ্য, সহিংসতাসহ ধ্বংসাত্মক কার্যকলাপে বলি হতে হলো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপুকে। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি পালনসহ কালোব্যাজ ধারণ করবেন।