365491

সেনাবাহিনীর প্রতি যে অনুরোধ জানালেন ফারুকী

বিনোদন ডেস্ক ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সন্ত্রাস থামান’ ক্যাপশনে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাট্যাস দিয়েছেন তিনি।

যেখানে এই নির্মাতা লিখেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক।’

এরপর প্রশ্ন ছুঁড়ে ফারুকী লেখেন, ‘যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শর্টগান দিয়ে কোনো জনমত প্রকাশ করা হচ্ছে?’

শনিবারের শহীদ মিনারের উদাহরণ টেনে নির্মাতা লেখেন, ‘কালকে লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্ববোধক গান গাইল, আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেনো এই সন্ত্রাস? কেনো ৪২টা (এখন পর্যন্ত হিসেব) লাশ পড়ল?

সবশেষ ফারুকী লেখেন, ‘যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দেবেন না, যে সে ঘুরে দাঁড়ায়। তখন যে অগ্নুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান।’

ad

পাঠকের মতামত