সিরাজগঞ্জে সাংবাদিক ও ৫ আওয়ামী লীগ নেতা নি.হত
নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এক সাংবাদিক ও ৫ আওয়ামী লীগ নেতা নি.হত। এ সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন।
নিহতরা হলেন- দৈনিক খবরপত্রর রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক(৫০), ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন(৫৫), তার ভাই গোলাম হাসনাত টিটো(৪০), রাশগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস (৪০), সাধারণ সম্পাদক আলামিন হোসেন (৩৭), রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪০)।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, এ পর্ষন্ত ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।