‘সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ ক্ষীণ হয়ে যাচ্ছে’
আলী রীয়াজ ।। বাংলাদেশে যে গণঅভ্যুথানের সূচনা হয়েছে তার প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আন্দোলনকারী জনগণের প্রতিনিধিত্বশীল অন্তর্বর্তীকালীন জাতীয়
পরিস্থিতি যে দিকে অগ্রসর হচ্ছে তাতে করে এই প্রশ্ন উঠছে যে ক্ষমতাসীন শেখ হাসিনা সাংবিধানিকভাবে এই অবস্থার অবসান করতে চান নাকি তিনি সংবিধানের বাইরে গিয়ে কোনও শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে আগ্রহী।
পৃথিবীর অন্যান্য দেশে যেখানে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীনরা সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তর করেন নি, সেখানে তা কেবল সংশ্লিষ্ট নেতাদের জন্যেই দুর্ভোগ ডেকে আনেনি, দেশকেও ধ্বংসের পথেই ঠেলে দিয়েছে। কোথাও কোথাও দেশের সার্বভৌমত্বও লুন্ঠিত হয়েছে।
[লেখকঃ , যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট] উৎস: মানবজমিন।