সাংবাদিকদের সহযোগিতা করতে বললেন সমন্বয়ক আসিফ
নিউজ ডেস্ক।। সাংবাদিকদের সহযোগিতা করতে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ রবিবার তিনি আন্দোলনকারীদের উদ্দেশে এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের আন্দোলনের খবর দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে কাজ করছেন সাংবাদিকেরা। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করুন, সংঘর্ষ, সংঘাতের সময় তাদেরকে রক্ষা করুন। আমাদের এই লড়াইয়ের তারাও একটি গুরুত্বপূর্ণ অংশ।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আরও ৫ সমন্বয়কের সঙ্গে ডিবি হেফাজতে ছিলেন। চিকিৎসাধীন আসিফ মাহমুদকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। তার সঙ্গে অপর দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকেও সেখান থেকে তুলে নেওয়া হয়। ছয় দিন হেফাজতে থাকার পর মুক্তি পান তারা।
এদিকে, চলমান আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধর এমনকি গুলির শিকারও হচ্ছেন সাংবাদিকরা। গুলিতে ইতোমধ্যে দুই সাংবাদিক নিহত হয়েছেন।