ইলিয়াস কাঞ্চনের আক্ষেপ
বিনোদন ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মিছিলে নেমেছে শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার পর সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা র্যালি করে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কথা বলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
সংবাদ মাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার হবে না। কারণ এর সাথে জড়িত যারা; তারা এর বিচার করতে পারবেনা। জাতিসংঘের মাধ্যমে যদি হয় তাহলে সুষ্ঠু বিচার হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের ভালো চাইতে হবে, ওদের শান্তি দিলে দেশও শান্তিতে থাকবে। আর একটি কথা বলতে চাই, মানুষের এতদিনের ক্ষোভ এখন প্রকাশ করছে। সেই ক্ষোভ প্রকাশ করার জন্য মানুষ মাঠে নেমেছে।’
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার থেকে রাজপথে অবস্থান নেয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।