চট্টগ্রামে মেয়রের বাসভবনে হামলা, সংসদ সদস্যের অফিসে আগুন
নিউজ ডেস্ক।। চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর নগরীর লালখান বাজার কার্যালয়ে হামলা করেছে দুবৃত্তরা। এ সময় তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় দুটি পৃথক ঘটনায় চট্টগ্রাম নগরীতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুপুর থেকে নগরের নিউমার্কেট এলাকায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে এক দল দুর্বৃত্ত বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এসময় তারা নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে লালখান বাজারস্থ এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা চালায় তারা। এসময় তারা সেখানে থাকা আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।
একইভাবে আরেকটি মিছিল নিয়ে মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছনোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সবশেষে মিছিল থেকে বের হয়ে একটি অংশ মেয়র রেজাউলের বাড়িতে হামলা চালায়। এসময় মেয়র রেজাউলের বাড়ির নাম ফলক ও প্রবেশ গেটটি ভাঙচুর করে তারা।
অপর দিকে চট্টগ্রামে নগরের মুরাদপুর এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার বাসভবনের আঙ্গিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙ্গে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর সহকারী রাহুল দাশ কালবেলাকে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। মেয়র গলির সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে বের হয়ে কিছু লোক এ হামলা চালিয়েছে। জামায়াত-শিবিরের মদদে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এসব বিষয়ে খবর পেয়েছি। হামলায় কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। উৎস: কালবেলা।