364744

‘সাহসী দেশপ্রেমিক’ নুরের মুক্তি দাবি জার্মানির সাবেক রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক।। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মুক্তি দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। তিনি নুরকে ব্যক্তিগতভাবে চিনেন বলেও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) পিটার ফারেনহোল্টজ লিখেছেনঃ

“আমি অবিলম্বে নুরুল হক নুরের মুক্তির দাবি জানাচ্ছি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি কয়েকবার আমার বাসায় এসেছিলেন। তিনি বাংলাদেশের একজন আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং সাহসী দেশপ্রেমিক। চিকিৎসা সেবা পাওয়ার জন্য তাকে মুক্তি দিতে হবে। ঐতিহ্যবাহী দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর বাইরে নতুন প্রজন্মের তরুণ রাজনীতিবিদরা দেশের ভবিষ্যত এবং (তাই) হতে হবে।”

উক্ত পোস্টে নুরের সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। উৎস: মানবজমিন।

 

ad

পাঠকের মতামত