364721

ফেসবুক-টিকটককে ডাকা হবে, জবাব চাইবে বিটিআরসি

ডেস্ক রিপোর্ট।। নিজেদের প্লাটফর্মে গুজব, অপপ্রচার, উসকানি ও সহিংসতামূলক প্রচার-প্রচারণা রোধে কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে ফেসবুক-টিকটকের কাছে জবাব চাইবে বিটিআরসি। জবাব না দিলে কিংবা তা সন্তোষজনক না হলে সে অনুয়ায়ী এসব প্লাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক-টিকটককে কীভাবে কী ধরণের চিঠি দেয়া হবে।

এরপর ৩ দিনের সময় দিয়ে তাদের বিটিআরসিতে হাজির হতে বলা হবে। তাদের জবাব অনুযায়ী কী ব্যবস্থা নেয়া হবে, কী রেসট্রিকশন দেওয়া হবে, সেটা ভাবা হবে’, উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। আমরা কোনো একটা ছবি-ভিডিও, কোনো একটা উসকানিমূলক বক্তব্য শুনে বা দেখে আবেগপ্রবণ হয়ে আমরা যেন কোনো প্রতিক্রিয়া না দেখাই। আমরা যেন সেই তথ্যউপাত্ত বা বক্তব্যটা একটু যাচাই-বাছাই করে তারপর যেন প্রতিক্রিয়াটা দেখাই।

ad

পাঠকের মতামত