আমাকেও মেরে ফেলা হয়েছে: রুবেল
বিনোদন ডেস্ক।। ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর গণমাধ্যমে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমন ভয়ংকর ভুল তথ্যটি প্রসঙ্গে চিত্রনায়ক রুবেলের ভাষ্য, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কি না। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনো ভালো আছি, সুস্থ আছি।’
তিনি আরও বলেন, ‘কী আর বলব বলেন। গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন। তাদের শেয়ার করার আগে যাচাই করা উচিত ছিল। যে কারণে এই দুই দিন ধরে একের পর এক ফোন পাচ্ছি। দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। শুধু আমি নয়, আমার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। কেউ বলছেন, দুলাভাই কেমন আছেন, কেউ বলছেন, ভাই–মামা–চাচা কেমন আছেন। ভক্তরাও উদ্গ্রীব। এখন সবাইকে বলতে হচ্ছে, আমি জীবিত আছি, সুস্থ আছি।’
প্রসঙ্গত, বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রুবেলের। জীবনের প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। ব্যবসায়িকভাবে তুমুল সফল হয় এ ছবিটি। এরপর একের পর এক ছবি করে গেছেন। ‘বীর পুরুষ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘মুখোশ’সহ প্রায় আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া জনপ্রিয় চিত্রনায়ক রুবেল।