364643

ফেসবুক পোস্টে সমন্বয়ক রিফাত জানান, গুম হতে হতে অল্পের জন্য বেঁ.চে গিয়েছেন

নিউজে ডস্ক।। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ছাড়াও খোঁজ মিলেছে সমন্বয়ক রিফাত রশীদের। বর্তামানে রিফাত আত্মগোপনে রয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রিফাত রশীদ ফেসবুকে লিখেছেন, ‘আমি বেঁচে আছি, মরি নাই। আমি গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম।’

তিনি আরও লিখেন, ‘সমন্বয়কদের সিদ্ধান্ত মেনেই আমি নিরাপদ আশ্রয়ে গিয়েছিলাম। তারপর এই সাপ-লুডুর জীবন। আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি। এর মধ্যে যতবার ফোন কানেক্ট করার চেষ্টা করেছি, ততবারই ফোন ট্র্যাকিংয়ের শিকার হয়েছি। জানি না, কতক্ষণ নিরাপদে থাকব।’

রিফাত রশীদের বাবা দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ছেলের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে।

এদিকে, আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রথম আলোকে বলেন, তারা চার দফা ‘জরুরি দাবি’ পূরণে সরকারকে ৪৮ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিলেন (আলটিমেটাম), তার সময়সীমা বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হবে। পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার যেকোনো সময়ে সংবাদ সম্মেলন বা অন্য কোনো উপায়ে তারা গণমাধ্যমকে পরবর্তী বক্তব্য বা অবস্থান জানাবেন। উৎস: ইত্তেফাক।

 

ad

পাঠকের মতামত