364572

কোটা আন্দোলন: আহতদের অনেকেই হারাতে পারেন দৃষ্টিশক্তি

নিউজ ডেস্ক।। সাম্প্রতিক নাশকতায় হতাহত হয়েছে অনেক। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই চিকিৎসা নিয়েছেন ৪২৯ জন। বেশিরভাগেরই চোখে গুলি লেগেছে। চিকিৎসকরা জানান, আ.হতদের অনেকে হারাতে পারেন দৃষ্টিশক্তি।

গত এক সপ্তাহ দু.র্বৃত্তদের স.হিংসতায় অনেকটাই অ.বরুদ্ধ ছিল রাজধানী। বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালায় সন্ত্রা.সীরা। সং.ঘর্ষে প্রাণ হারান অনেকে, আহত হয় কয়েক শ মানুষ। ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত চোখে গুলি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন ৪২৯ জন। এর মধ্যে ২৯১ জনের অস্ত্রোপচার করতে হয়েছে।

হাসপাতালে আসা এক রোগীর ভাই বলেন, ‘আমার ভাই অসুস্থ, দুইটা চোখই হারাইছে। মাধবদীতে আমার ভাই ব্যবসা করত। সেখান থেকে আসার পথে রাস্তায় গু.লিবিদ্ধ হয়।’

চোখে গু.লি নিয়ে হাসপাতালে আসা এক রোগী বলেন, ‘ডাক্তার দেখে বলল যে, বুলেট ভেতরে আছে চোখের পাপড়ির এই জায়গায়। আজকেও কয়েকটা পরীক্ষা নিয়েছে।’ চিকিৎসকেরা বলছেন, আ.হতদের অনেকে হারাতে পারেন দৃষ্টিশক্তি। ৬ সপ্তাহ পর জানা যাবে তাদের অবস্থা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘যাদের (চোখে) কাছে থেকে লেগেছে (গুলি), তাদের ইনজুরি বেশি। আর যাদের দূরে থেকে লেগেছে তাদের হালকা। অনেকের আইবল আমরা রিপেয়ার করেছি। কেউ কেউ দৃষ্টিশক্তি হারাবে, কারো আংশিক, কারো পুরো।’

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও আহতদের অনেকে চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে। উৎস: ইনডিপেনডেন্ট

 

ad

পাঠকের মতামত