দৈনিক ১০০ কোটি টাকার ক্ষতি পোল্ট্রিখাতে
নিউজ ডেস্ক।। চলমান কারফিউ ও সহিংসতায় দেশের প্রান্তিক পোল্ট্রিখাতে প্রতিদিন ১০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার সময় সংবাদকে বলেন, দেশের করপোরেট পোল্ট্রিখাত বড় কোনো সমস্যার সম্মুখীন না হলেও প্রান্তিক পর্যায়ে খামারিদের দুরবস্থা চরমে।
সুমন বলেন, দেশে মোট ৬০ হাজার প্রান্তিক খামারির আছে। প্রতিদিন এরা লোকসানের মুখে পড়ছে। প্রতিদিন এ লোকসানের পরিমাণ ১০০ কোটি টাকা।
সরেজমিনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের জরিপের সত্যতা মিলে প্রান্তিক খামারিদের নিজস্ব অভিজ্ঞতা থেকে। বরিশালের পোল্ট্রি খামারি মিরাজ হাওলাদার বলেন, ডিম-বাচ্চা বিক্রি না হওয়ার কারণে বাচ্চা মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে। ডিমের দাম পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে হাহাকার অবস্থা।
আরেক পোল্ট্রি ব্যবসায়ী গফুর মিয়া বলেন, এমনিতেই প্রান্তিক খামারিদের দুরবস্থার শেষ নেই। এরমধ্যে কারফিউতে খামারিদের পথে বসার অবস্থা হয়েছে। সরবরাহ খাতে বড় রকমের ঘাটতি থাকায় দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে।
বিপিএর পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ উঠে গেলে দ্রুত ফিডের দাম কমাতে হবে। আর না হলে যে পরিমাণে ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক খামারিরা, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। উৎস: সময়টিভি।










