মালয়েশিয়াকে নাস্তানাবুদ করে সেমিতে বাংলাদেশ
খেলাধূলা ডেস্ক।। নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে কক্ষপথে ফেরে নিগার সুলতানা জ্যোতিরা।
আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
এদিন আগে ব্যাট করে ২ উইকেট ১৯১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। ১১৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী দল। শুক্রবার সেমিফাইনালে টুর্নামেন্টের শক্তিশালী দল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে আজ ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। মাত্র ৭.৪ ওভারেই বাংলাদেশের স্কোরকার্ডে ৬৫ রান জমা হয়। ২০ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৩ রান করে সাজঘরে ফেরেন দিলারা। দ্বিতীয় উইকেটে মুর্শিদার সঙ্গে জুটি গড়ে ঝড় তোলেন জ্যোতি। ১৭তম ওভারের শেষ বলে মুর্শিদার বিদায়ের আগে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৪ রান। মাত্র ৫৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৮০ রান করেন মুরশিদা।
একটি করে উইকেট নেন জাহানারা আলম, রাবেয়া খান, রিতু মনি, স্বর্ণ আক্তার ও সাবিকুন নাহার জেসমিন।