364420

চার ঘণ্টা অফিস খোলা থাকবে বুধ-বৃহস্পতিবার

নিউজ ডেস্ক।। আগামীকাল বুধবার ও এর পরদিন বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। বিষয়টি জানিয়েছেন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। তিনি জানান, আগামীকাল ও পরশু সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

এদিকে, রাজধানী ছাড়াও রাজশাহীতেও দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এছাড়া বিভিন্ন জেলায় জেলা প্রশাসন ধাপে ধাপে কারফিউ শিথিল করছে।

এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবি ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিকেলে মন্ত্রী বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

দেশব্যাপী চলমান সহিংসতার কারণে গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করা হয়।

 

ad

পাঠকের মতামত