`হেলিকপ্টার থেকে গু.লি ছোড়া হয়নি’
নিউজ ডেস্ক।। র্যাব মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালানোর সময় ব্যারিকেড দিয়ে সামনের সারিতে শিশুদের রাখা হয়েছিল, যাতে আমরা কোনো ব্যবস্থা নিতে না পারি। এভাবে তারা পুরো শহরকে অকার্যকর করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। যখন আমরা সড়ক ব্যবহার করতে পারিনি, তখন হেলিকপ্টার ব্যবহার করেছি। তাদের সরিয়ে দেওয়ার জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, এগুলো অপপ্রচার। এ জন্য আমরা ভিডিও করে রেখেছি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবপ্রধান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের মুখোমুখি হয়নি। তারা যতদিন আন্দোলন করেছিলেন, কোনো সহিংসতা ছিল না। তারা আমাদের প্রতিপক্ষ নন। আমাদের প্রতিপক্ষ সেই স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবির, যারা আমাদের টার্গেট করেছিল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্যান্য দেশে দেখেছি, এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক বেশি সময় লাগে। সেই তুলনায় আমরা বরং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসলে আন্দোলন যে এত দ্রুত সহিংসতার দিকে যাবে, আমার বুঝতে পারিনি। একটা পক্ষ সব সময় সুযোগের সন্ধানে থাকে। তারাই আন্দোলনের সুযোগে নাশকতা চালিয়েছে। এখানে কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল না। উৎস: সমকাল










