364383

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখে ব্রডব্যান্ড চালুর চিন্তা!

নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গুগল, টিকটক ও হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ রেখে আপাতত ব্রডব্যান্ড সেবা চালুর চিন্তা করছে সরকার। এ নিয়ে নিজেদের মধ্যে ব্রডব্যান্ড সেবার পরীক্ষা চালিয়েছে আইআইজি ও আইএসপি অপারেটররা। ব্রডব্যান্ড চালু করলেও বন্ধ রাখা হবে সামাজিক যোগাযোগমাধ্যম।

চারদিন পেরিয়ে গেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট কবে চালু হচ্ছে সেটির সদুত্তর মিলছে না। যদিও রোববার (২১ জুলাই) রাতের মধ্যে সেবা চালুর লক্ষ্যে অপারেটরদের প্রস্তুতি নিতে বলেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সে লক্ষ্যে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে নিজেদের মধ্যে ব্রডব্যান্ড সেবার পরীক্ষা চালায় আইআইজি ও আইএসপি অপারেটররা। ফেসবুক, গুগল, টিকটক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে সেবা বন্ধ রেখে ব্রডব্যান্ড সেবা চালু করা সম্ভব কি না সে পরীক্ষাও করা হয়।

এরপর রোববার রাত ৮টায় সেবাদাতারা তাদের রিপোর্ট বিটিআরসিকে পাঠায়। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও সেবা চালুর ইঙ্গিত দেন।

তবে শেষ পর্যন্ত ব্রডব্যান্ড সেবা চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা ১টায় মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শনে যাওয়ার কথা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

এর আগে, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতের (সোমবার) মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে, দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তারা বলেছেন, সোমবার (২২ জুলাই) রাতে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হয়নি।

মঙ্গলবার (২৩ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে ইমদাদুল হক বলেন, দেশের কোথাও ইন্টারনেট সংযোগ সচল হলে সবার আগে সংযোগদাতারা জানবেন। তারপর গ্রাহকরা জানবেন। আমরাই তো কিছু জানি না। গ্রাহকরা এমন তথ্য কোথায় পেলেন?

তিনি বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমরা মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যাব। সেখানকার পরিস্থিতি দেখব। আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, চেষ্টা চলছে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড সংযোগ সচল করার। তবে, সঞ্চালন লাইন যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে হয়তো সময় লাগবে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত