`সরকারের বয়স্করা তরুণদের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়েছেন’
নিউজ ডেস্ক।। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই- রবীন্দ্রনাথের এই কথা এবার প্রমাণিত হয়েছে বলে মনে করছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বলেন, যে অধিকার প্রধানমন্ত্রী ২০১৮ সালে ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল। আপনারা কেউ কেউ সেই অধিকার আবার ফিরিয়ে আনতে গিয়ে আজকে এতো বড় দুর্ঘটনা ঘটলো।
‘অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই’, রবীন্দ্রনাথের একথা প্রমাণিত হল
তিনি বলেন, ‘গত মঙ্গলবার বলেছিলাম, প্রধান বিচারপতির রায় পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু আপনারা করেননি। যার কারণে আজকে এই ধ্বংসলীলা। তবে, বৃহস্পতিবারও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা সুপ্রীমকোর্ট চাইলে একটা সমাধান দিতে পারতেন। কিন্তু তা হলো না। শুক্র-শনিবার ঢুকে গেল জঙ্গিরা। এই ছাত্ররা তো আন্দোলনে ছিল না। আপনারা দেখেন, ইতোমধ্যে প্রায় ৮২৬ জঙ্গি রাইফেল নিয়ে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে।’
সরকারের বয়স্করা তরুণদের সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়েছেন জানিয়ে সুমন বলেন, ‘শিক্ষার্থীরা কোটা সংস্কার চাচ্ছিল, সরকারও সংস্কার চাইছিল। মধ্যখানে ভুল বুঝাবুঝি হয়ে গেল। আর সুযোগটা নিয়ে নিল বিএনপি-জামায়াত ও জঙ্গিরা। আমি বলতে চাই, সরকারের বয়স্ক যারা আছেন তারা তরুণদের যে সেন্টিমেন্ট সেটি পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম হালকাভাবে নিয়েছেন। আমি মনে করি, এর ব্যর্থতা এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ নতুন চিন্তা করে। তারা পুরো বিশ্বে চোখ রাখে। তারা অনেক আপডেট। ছাত্ররা ২০১৮ সালে একবার পথে নেমে এসেছিল। বিষয়গুলো প্রশাসনের মাথায় রাখা উচিত ছিল।’
তিনি বলেন, ‘দেশি-বিদেশি অনেক চক্র চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বুঝা উচিত যেকোনো আন্দোলন হোক না কেন, এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে। এখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে।
সরকারের প্রতি শিক্ষার্থীদের বিশ্বাস কমে গেছে জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, সরকারের প্রতি শিক্ষার্থীদের বিশ্বস্ততা কমে গেছে। আমাদের আদালতের প্রতি কমে গেছে। কারণ, আদালত বলার পরও ছাত্ররা শুনে না। প্রধান বিচারপতি বলার পরও তারা শুনে না।
এসময় শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি বাচ্চাদের বলবো তোমরা যা চেয়েছো তার থেকে বেশি পেয়েছো। এখন তোমরা ঘরে ফিরে যাও। আর এইযে রাষ্ট্রের এতো বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালিয়ে দিয়েছে, মেট্রোরেল ধ্বংস করে দিয়েছি। এরা সুযোগ পেলে পদ্মা সেতুও ভেঙে দিত। এবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে তারা কি করতে পারে।’ খবর: সময়টিভি।










