364373

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শর্তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক।। দেশব্যাপী শাটডাউন কর্মসূচি থাকছে না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ৪ শর্তে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। বলেছেন, কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন কর্মসূচি বাতিল করা হয়েছে। খবর: সময়টিভি

কিন্তু এরমধ্যে ইন্টারনেট সংযোগ দেয়া, আবাসিক হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে হবে।

ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে দেখতে যান হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সেখানে হাসনাত এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন কর্মসূচি থাকছে না। কিন্তু আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে ডিজিটাল ক্র্যাকডাউন রয়েছে, অর্থ্যাৎ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এটি সচল করে দিতে হবে।
এই সময়ের মধ্যে ক্যাম্পাসের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হল খুলে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করতে হবে।

সমন্বয়কদের মধ্যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় থাকছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেহেতু আমারা শাটডাউন তুলে নিচ্ছি, সরকারের কাছে আহ্বান জানাবো এই ৪৮ ঘণ্টার মধ্যে কারফিউ তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক করতে হবে।’

সংবাদমাধ্যমে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবনে যাওয়াকে বিভিন্ন গণমাধ্যম সংলাপ, বৈঠক বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওটা সংলাপ ছিল না। আমরা দাবি পেশ করতে গিয়েছি। আমরা অনুরোধ করছি আমাদের বক্তব্য খণ্ডিত প্রচার করে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপিল বিভাগের রায় নিয়ে আমরা কোন মন্তব্য দিইনি। কিন্তু এ রায়কে স্বাগত জানিয়েছি বলে সংবাদ প্রচার করা হয়েছে।’

ad

পাঠকের মতামত