364329

বাড়তে পারে সাধারণ ছুটি

নিউজ ডেস্ক।। নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও দুয়েকদিন বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, কোটা নিয়েও প্রজ্ঞাপন প্রস্তুত, আগামীকাল সকালেই তা জারি করা হবে।

সোমবার (২২ জুলাই) সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি। এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রী বলেন, কারফিউ থাকলে সাধারণ ছুটি বাড়তে পারে। বর্তমান পরিস্থিতি মোকাবিলার সহায়ক হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছে।

আমার মনে হয়, যতটুকু প্রয়োজন, ততটুকুই ছুটি রাখা হবে। বলেন মন্ত্রী।

এর আগে দেশজুড়ে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা দেখা দিলে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন।

আপিল বিভাগের রায় অনুসারে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা কোটা থাকবে পাঁচ শতাংশ এবং বাকি দুই শতাংশ থাকবে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য।

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। এ বিষয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে সরকারকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি মনে করি আপিল বিভাগ খুবই বিচক্ষণ একটি রায় দিয়েছেন। উৎস: সময়টিভি

ad

পাঠকের মতামত