364320

আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিলেন

নিউজ ডেস্ক।। রোববার রাতে (২১ জুলাই) রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে আহত সহপাঠীকে দেখতে গিয়ে সংগঠনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।তিনি বলেন, কারফিউ চলমান থাকায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেয়া হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এই সময়ের মধ্যে ক্যাম্পাসে যে সকল আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে তাদেরকে প্রত্যাহার করে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে। একই সঙ্গে সেখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে।

সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে। যেহেতু শাটডাউন তুলে নেয়া হয়েছে তাই সরকারের কাছে আহ্বান জানাব এই ৪৮ ঘণ্টার মধ্যে কারফিউ তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করার।

এসময় আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আপিল বিভাগের রায় হলেও আমরা অপেক্ষা করছি সরকারের প্রজ্ঞাপনের জন্য। প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত শতাংশ রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারব আমাদের প্রতিক্রিয়াটি ইতিবাচক হচ্ছে নাকি নেতিবাচক হচ্ছে। খবর: সময়টিভি।

ad

পাঠকের মতামত