আজই হতে পারে কোটার প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক।। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া যে রায় আপিল বিভাগ বাতিল করেছে সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
বিবিসি বাংলাকে তিনি বলেছেন, “কোটার প্রজ্ঞাপন প্রস্তুত করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমতি দিলেই আমরা এটি দেবো। তবে, আগামীকাল (মঙ্গলবার) সকালেই প্রজ্ঞাপন দেয়ার সম্ভাবনা বেশি। তবে, এর মধ্যে তিনি যদি অনুমতি দেন তবে এটি দিয়ে দেয়া হবে।”
এর আগে রোববার সরকারি চাকরিতে মেধাভিত্তিক ৯৩ শতাংশ নিয়োগের আদেশ দিয়েছে আপিল বিভাগ। এদিকে, বিকেলে ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সাধারণ ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মি. হোসেন।
“প্রধানমন্ত্রী ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে আলাপ-আলোচনা করবেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা চলছে। কারফিউ অফিস সময়ে শিথিল রাখা যায় কী-না বা কী করা যায়। পরিস্থিতি যাতে পুরোপুরি স্বস্তিকর করে এটা করা যায় সে বিষয়ও রয়েছে।
একইসাথে কিভাবে সাধারণ ছুটি বা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে সেটিও বিবেচনাধীন বলে জানিয়েছেন তিনি। “সাধারণ ছুটি বাড়তে পারে। একদিন -দুদিন হতে পারে। যদি অফিস টাইমে শিথিলতা করি তখন ছুটি থাকবে না,” বলেন তিনি। উৎস: বিবিসি বাংলা










