364342

আটক পাঁচ শতাধিক, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী

নিউজ ডেস্ক।। কোটা আন্দোলনকে কেন্দ্র করে স.হিংসতার জের ধরে সারা দেশে গ্রে.ফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আ.ইনশৃ.ঙ্খলা বাহিনী। শুধুমাত্র রোববারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোর বেশি মানুষকে। যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সুত্রে জানা গেছে।

এর আগে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রে.ফতার করেছে পুলিশ। গণঅধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রে.ফতার করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালত সূত্র জানায়, রোববারের আ.টক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশ.কতার মা.মলায় গ্রেফ.তার দেখানো হয়েছে।

পুলিশ রি.মান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির অল্প কিছু নেতা.কর্মীকে রি.মান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। উৎস: বিবিসি বাংলা

ad

পাঠকের মতামত