364289

না.শকতাকারীদের তা.ণ্ডব: মেট্রোরেলের ২ স্টেশন চালু করতে সময় লাগবে এক বছর

নিউজ ডেস্ক।। নাশকতাকারীদের শুক্রবারের (১৯ জুলাই) স.হিংসতায় অচল মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। এ দুই স্টেশন পুনরায় চালু হতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর: সময় টিভি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে বি.ক্ষোভকারীদের একটি অংশ মিরপুর ১০ নম্বরের স্টেশনের ডি গেইট এবং এ গেইট ভেঙে প্রায় ৩০০ জনের মতো প্রবেশ করেন। স্টেশনে গিয়ে যে যা পেয়েছেন, সেগুলো ভা.ঙচুর করেছেন।

সরেজমিনে দেখা গেছে, নাশকতাকারীদের তা.ণ্ডবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ধ্বং.সস্তুপে পরিণত হয়েছে। সব কিছু ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। জানালার কাঁচগুলো ভে.ঙে দেয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীকি সময় সংবাদকে বলেন, স্টেশনে ঢুকে দুর্বৃত্তরা সব কিছুতেই আঘাত করেছে। প্রয়োজনীয় সব কিছু নষ্ট করে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক কিছু তারা নিয়ে চলে গেছে। এ ছাড়া যে জিনসগুলোকে ক্ষ.তিগ্রস্ত করা হয়েছে, তার অধিকাংশই মেরামতযোগ্য নয়।

এম এ এন ছিদ্দীকি বলেন, দু.র্বৃত্তরা মেট্রোরেল স্টেশনটাকে এমনভাবে তছনছ করে দিয়েছে, তাতে মনে হয় যে তাদের ভেতর সামান্যতম দেশাত্মবোধ নেই। এমন একটা সম্পদ ধ্বং.স করার পেছনে নিশ্চয়ই কোনো ষ.ড়.যন্ত্র আছে।

কী পরিমাণ ক্ষ.য়ক্ষ.তি হয়েছে, তা নিরূপণের জন্য একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, স্টেশনগুলো যেভাবে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে, তা ঠিক করতে ন্যূনতম এক বছর বা তার বেশিও লাগতে পারে। কারণ এগুলো অর্ডার দিয়ে প্রোডাকশন করতে হয়।

ad

পাঠকের মতামত