গুজব ছড়ানো হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে: ফখরুল
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে’ তিনি ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বেগম জিয়া আগের মতোই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি ভালো আছেন।’ তবে বিএনপি মহাসচিব এসময় অভিযোগ করেন, সরকার নিজেকে বাঁচাতে এখন বিএনপির ওপর সহিংসতার দায় চাপাচ্ছে।
এদিকে, কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার কোটা সংস্কার করে আপিল বিভাগের দেয়া রায়ের পর এ আহ্বান জানান তিনি।
এদিন দুপুরে কোটা পুনর্বহাল ইস্যুতে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। রায়ে আপিল বিভাগ জানান, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এছাড়া ৫ শতাংশ হবে মুক্তিযোদ্ধা কোটায়। এক শতাংশ থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা।
রোববার সকাল ১০টার পর কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত দুপুর দেড়টার দিকে রায় ঘোষণা করেন।
কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায়ের পর সময় সংবাদকে এ প্রতিক্রিয়া জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সারজিস আলম। উৎস: সময়টিভি










