364255

কোটা সংস্কার।। আপিল বিভাগে শুনানি শুরু

নিউজ ডেস্ক।। কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা সংস্কারের প্রশ্নে সরকারের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। গত কয়েকদিনের ভয়ানক সহিংসতার পর অনেকের চোখ আজ আদালতের দিকে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপিল বিভাগে তারা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা সংস্কারের পক্ষেই বক্তব্য তুলে ধরবেন।

আপিল বিভাগে শুনানি চলছে
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের বি.রুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রোববার সকাল সোয়া দশটার দিকে শুনানি শুরু করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

এখন বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রাখা হবে কী-না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে আপিল বিভাগ।

আগামী সাতই অগাস্টে এই শুনানি হওয়ার কথা ছিল।কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সহিংস পরিস্থিতি বিবেচনায় শুনানির তারিখ রোববার এগিয়ে আনে আদালত। উল্লেখ্য যে, ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ নিয়োগ দেওয়া হতো কোটার ভিত্তিতে।

পরে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

কিন্তু সংক্ষুব্ধরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করলে চলতি বছরের পাঁচই জুন কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। মূলতঃ এঘটনার পরদিন থেকে আবারও আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১০ ইজুলাই হাইকোর্টের রায়ের উপর চারসপ্তাহের স্থিতাবস্থা জারি করে আগামী সাতই অগাস্ট শুনানির তারিখ ধার্য করে আপিল বিভাগ।

কিন্তু ততোক্ষণে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে এবং সহিংসতা শুরু হয়। ছাত্রলীগ-যুবলীগও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ইতোমধ্যেই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে। ।উৎস. বিবিসি বাংলা।

ad

পাঠকের মতামত