আমরা একটা সামান্য জিনিস নিয়ে এভাবে এতো প্রা.ণহানীতে জড়িয়ে পড়লাম
ডেস্ক রিপোর্ট।। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজ এক ফেসবুক বার্তায় ইউটিউবার তৌহিদ আফ্রিদি বললেন,
এত মানুষের মৃ.ত্যুতে আমি শোকাহত, ক্ষু.ব্ধ। কত সহজেই তো এই সমস্যার সমাধান করা যেত। বিনয় মানুষকে শ্রদ্ধা এনে দেয়, কিন্তু দাম্ভিকতা কখনোই সম্মান এনে দেয়নি। এই হানাহানি চাইনি, চাইনি! এতো মৃ.ত্যু! কেনো? কেনো?
আমরা একটা সামান্য জিনিস নিয়ে এভাবে এতো প্রা.ণহানীতে জড়িয়ে পড়লাম!
আমরা তো সবাই এক দেশের, এক মাটির সন্তান! তবুও এতো হা.নাহানি কেনো? কেন এই অসহিষ্ণুতা, এই নিষ্ঠু.রতা?
একটা দেশে ইন্টারনেট বন্ধ করা, কারফিউ জারী করা, সেনা মোতায়েন করা দেশের অর্থনীতিতে বিশাল ক্ষ.তি ডেকে আনছে, বিশেষ করে যখন ইতিমধ্যে অর্থনীতি যেখানে ভেঙে পড়েছে। বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।!!