364197

কা.রাগারে আন্দোলনকারীদের হা.মলা, কয়েকশ বন্দি মুক্ত

ডেস্ক রিপোর্ট,  নরসিংদীর কা.রাগারে হা.মলা চালিয়েছে আ.ন্দোল.নকারীরা। এক পু.লিশ কর্মকর্তাকে উ.দ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এরপর কয়েকশ বন্দি কা.রাগার থেকে পালিয়ে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই পু.লিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, “ব.ন্দিরা পালিয়ে যাওয়ার পর আ.ন্দোলনকা.রীরা কা.রাগারে আ.গুন ধরিয়ে দেয়। আমি জানি না পালিয়ে যাওয়া ব.ন্দিদের সংখ্যা কত, তবে এ সংখ্যা কয়েকশও হতে পারে।”

নরসিংদীর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মৌসুমী সরকার এএফপিকে কা.রাগা.রে হা.মলা.র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

কা.রাগা.রের পাশে বাস করা রিপন নামের এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, অন্তত ২০ জনকে ব্যাগে তাদের জিনিসপত্র নিয়ে কারাগার থেকে বেরিয়ে যেতে দেখেছেন। (সূত্র: এএফপি, রয়টার্স)

ad

পাঠকের মতামত