বাবা-মা’র ভরণপোষণ না দেয়ায় ছেলে কা,রাগারে
নিউজ ডেস্ক।। জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নি,র্যা,তন ও ভরণপোষণ আইনে দায়ের করা মা,মলায় মো. হাবিব শেখ (২৫) নামে এক ছেলেকে গ্রে,ফতার করেছে পুলিশ। মেলান্দহ থানা পু, লিশ গ্রে,ফতার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে কা,রাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) মা,মলাটি করেন ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন। অ,ত্যা,চার-নি,র্যা,তন ও ভরণপোষণ না দেয়ায় নিরুপায় হয়ে বৃদ্ধ তোফাজ্জেল তার ছেলের বি,রুদ্ধে মা,মলাটি দায়ের করেন।
মা,মলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ তোফাজ্জেল ও মাতাত মোছা. হাজেরা বেগমের সাথে উগ্র আচরণ করতো অ,ভিযুক্ত ছেলে হাবিব। এছাড়া বাবা-মা’র দেখাশোনা করতেন না। তার অ,ত্যাচারে অ,তিষ্ঠ হয়েই তার বাবা বাদী হয়ে থানায় মা,মলা দায়ের করেন।
মেলান্দহ থানার ওসি রাজু আহামেদ বলেন, পিতা-মাতাকে ভরণপোষণ না দেয়ার অ,ভিযো,গের মা,মলায় ছেলেকে গ্রে,ফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অ,ভিযো,গ থানায় আসা মাত্রই পু,লিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানান তিনি।