কামিন্সকে হটিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি স্টার্ক
স্পোর্টস ডেস্ক।। কয়েক ঘণ্টা আগেই আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। এবার তাকে ছাড়িয়ে গেলেন কামিন্সেরই জাতীয় দল সতীর্থ মিচেল স্টার্ক। বাঁহাতি এই অস্ট্রেলিয়ান গতি দানবকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটির বেশি) দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স।
বিশ্বজয়ী স্টার্ককে পেতে গুজরাট টাইটান্সের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে জিতল কলকাতা। দলটির মেন্টর স্টার্ককে পেতেই চওড়া হাসি দেন। বোঝাই গেল তিনি কতটা মুখিয়ে ছিলেন স্টার্ককে নিতে।
আজ দুবাইয়ের নিলামে অবশ্য শুরু থেকেই দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স স্টার্ককে নিতে ঝাঁপিয়েছিল। তবে ৯ কোটির ওপরে দাম উঠতেই আচমকা কলকাতা এবং গুজরাট লড়াইয়ে ঢুকে যায়।
এর আগে মিনি নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকার বেশি) দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ডানহাতি পেসার ছাড়িয়ে যান আগের সর্বোচ্চ দামে (১৮ কোটি ৫০ লাখ রুপি) কেনা ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারানকে।