আর্জেন্টিনা-নেদারল্যান্ডস : কে এগিয়ে কে পিছিয়ে?
খেলাধূলা ডেস্ক।। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শুক্রবার) রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে ফেবারিট কে? আর্জেন্টিনা নাকি নেদারল্যান্ডস-কার পাল্লা ভারি?
পরিসংখ্যান বলছে, নেদারল্যান্ডস বরাবরই কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে ডাচরা। ৯ বারের দেখায় তারা জিতেছে ৪টি ম্যাচ, আর্জেন্টিনার জয় ৩টিতে, ড্র হয়েছে ২টি।
বিশ্বকাপে এর আগে পাঁচবার দেখা হয়েছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের। এখানে আবার সমানে সমান দুই দল। নেদারল্যান্ডস দুইটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও দুটি। একটি ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে ফাইনালে নাম লেখায় লিওনেল মেসির দল।