ভাই অর্জুন কাপুরের এক বড়সড় সিক্রেট ফাঁস করলেন বোন’, সোনমের কথা শুনে ‘থ’ করণ!
বিনোদন ডেস্ক।। বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে নিত্যদিন একেক সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমে ক্ষীর! আর সেখানে তারকাদের বেডরুম থেরে সিনেমার সেট, হাঁড়ির সব খবর বের করতে বলিউডের ‘গসিপ কিং’ করণের জুড়ি মেলা ভার! এবার তার কাছেই ভাই অর্জুন কাপুরের এক বড়সড় সিক্রেট ফাঁস করে বসলেন সোনম কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেস
অন্তঃসত্ত্বা অভিনেত্রী সম্প্রতি হাজির হয়েছিলেন ‘কফি উইথ করণ’ -এ। সেখানেই আড্ডার মাঝখানে ভাইয়ের কু-কীর্তির কথা ফাঁস করলেন সোনম কাপুর। যা শুনে করণ জোহর তো হতভম্ব বটেই! পাশাপাশি এভাবে হাটে হাঁড়ি ভাঙার জন্য লজ্জায় লাল হয়ে গেলেন অর্জুন নিজেও।
‘কফি উইথ করণ’-এর আগামী পর্বের অতিথি জুটি সোনম-অর্জুন। ভাই-বোন বেশ ফ্যাশনিস্তা অবতারেই ধরা দিলেন করণের কফি শোয়ের কাউচে! কালো লং গাউনে অন্তঃসত্ত্বা নায়িকাকে যেন আরও মোহময়ী লাগছে। আড্ডার মাঝখানেই করণ জোহরকে সোনম বললেন, আমার ভাইয়েরা এমন যে, “আমার সব বান্ধবীদের সঙ্গে শুয়েছে। ওদের মধ্যে কেউ বাদ নেই।” বোন সোনমের মুখে এমন কথা শুনে লজ্জায় মুখ ঢাকলেন অর্জুন কাপুর। শুধু তাই নয়, অভিনেত্রীকে উদ্দেশ্য করে ঝাঁজিয়ে উঠে এও বলেন যে, “কীরকম বোন তুই আমাদের সম্পর্কে কীসব কথা বলছিস?”
উল্লেখ্য, এর আগেও করণ জোহরের কফি শোয়ে হাজির হয়ে বি-টাউনে তোলপাড় ফেলে দিয়েছিলেন সোনম কাপুর। স্পষ্টবাদী মন্তব্যের জন্য একাধিকবার শিরোনামেও এসেছেন। আগে একবার ‘কফি উইথ করণ’-এ এসে রণবীর কাপুরের নারী-সঙ্গ নিয়েও মুখ খুলেছিলেন সোনম। যা নিয়ে রীতিমোত শোরগোল পড়ে গিয়েছিল। আর এবার তো নিজের তুতো ভাই অর্জুন কাপুরকে নিয়ে বিস্ফোরক কথা বলে ফেললেন সোনম কাপুর।