
‘রাজ-পরী’র ঘরে নতুন চার অতিথি
‘রাজ-পরী’র ঘরে নতুন চার অতিথি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’ নামের বাঘ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন চার অতিথি।
২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
শনিবার (৩০ জুলাই) বিকেলে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথম বারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।
রোববার নতুন এ চার অতিথিদের খবর জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, গতকাল বিকেলে বাঘ দম্পতির ঘরে জন্ম হয় চারটি বাঘ শাবকের। চারটিই সুস্থ আছে। এবারসহ এ দম্পতির সংসারে শাবকের সংখ্যা ১০।