363484

স্কুলছাত্রীকে জীবন দিতে হলো দুই বখাটের অত্যাচারে

নিউজ ডেস্ক।। বাগেরহাটের মোরেলগঞ্জে উপমা মিস্ত্রি নামে এক স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুই বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহত স্কুলছাত্রীর বাবা সুব্রত মিস্ত্রি বাদী হয়ে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

ওই দুই যুবকের লাগাতার মানসিক নির্যাতন সইতে না পেরে গত ১৮ জুলাই সোমবার বিকালে উপমা মিস্ত্রি ঘরে বিষপানে আত্মহত্যা করে।

নিহত উপমা মিস্ত্রি উপজেলার বলভদ্রপুর বি কে মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, উপমা মিস্ত্রি বিদ্যালয়ে যাতায়াতকালে একই এলাকার কাঠিপাড়া গ্রামের অরূপ দাসের ছেলে তমাল দাস (২০) ও বড় হরিপুর গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে শিশির বিশ্বাস (২৩) তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনে চেষ্টা চালায়। কিন্তু স্কুলছাত্রী উপমা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা উপমাকে বিভিন্ন সময় নানাভাবে উত্ত্যক্ত করাসহ ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

সম্প্রতি উক্ত তমাল ও শিশির মোবাইল ফোনে উপমার ছবি তুলে নেয় এবং তাদের প্রস্তাবে রাজি না হলে তার ছবি এডিট করে নোংরা ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে তার সম্মানহানি ঘটাবে বলে হুমকি দেয় তারা।

তমাল ও শিশিরের লাগাতার মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে একপর্যায় উপমা বিষয়টি তার বাবা-মাকে জানায়। তার বাবা-মা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং তার মেয়েকে বিরক্ত না করার জন্য ওই দুই যুবককে অনুরোধ করেন। এতে তমাল ও শিশির আরও ক্ষিপ্ত হয়ে উপমার বাবাকেও হুমকি দেয়।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে উপমা মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গত ১৮ জুলাই বিকাল ৫টার দিকে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরের দিন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট হাসপাতালে নেওয়ার পথে উপমা মারা যায়।

এ ঘটনায় আত্মহত্যা করার প্ররোচনায় উদ্বুদ্ধ করার অভিযোগে তমাল ও শিশিরকে আসামি করে সোমবার মামলা দায়ের করেন উপমার বাবা।

থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

 

ad

পাঠকের মতামত