363425

এবার অনন্তের কথায় খেপলেন অঞ্জনা

বিনোদন ডেস্ক।। গেল ঈদে মুক্তি পাওয়া তিন সিনেমা ‘পরাণ’, ‘সাইকো’ ও ‘দিন : দ্য ডে’ নিয়ে যেন আলোচনা-সমালোচনা থামছেই না। এর মধ্যে অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’ নিয়ে শোবিজ অঙ্গনে চলছে নানা সমালোচনা। যা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। দিন যত গড়াচ্ছে ততই যেন সিনেমাটি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি।

ক’দিন আগেই দেশের প্রথম সারির ৭৪ জন তারকাশিল্পীকে নিয়ে সিনেমাটি দেখার ঘোষণা দেন অনন্ত। সেই তালিকায় তিন কন্যা’খ্যাত বোন সুচন্দা, ববিতা ও চম্পা কথা ছিল। অথচ এর কিছুই জানেন না ববিতা। যা নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তিনি। জানিয়েছেন, অনন্ত জলিল মিথ্যাচার করেছেন।

এবার চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের কথায় বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই অভিনেত্রী তার সমালোচনা করেছেন। তার ভাষ্য, ‘মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা! আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি! বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি আবার বলেছেন, এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না!’

অনন্তর দৃষ্টি আকর্ষণ করে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না। আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সঙ্গে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা থাইল্যান্ড ও হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জবি ও পস্তু ভাষার ব্যাবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সঙ্গে আমি অভিনয় করেছি। বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমিই করেছি।’

সাবধান করে অঞ্জনা বলেন, ‘কিছু বলার আগে একটু ভেবে নেবেন, আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন। আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি।’

সবশেষে অনন্তকে অনুরোধ জানিয়ে অঞ্জনা লিখেছেন, ‘শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এদেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’

 

ad

পাঠকের মতামত