জ্বালানি তেলের লোকসান কমাতে নতুন কয়েকটি সিদ্ধান্ত
নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ থেকেই বন্ধ রাখা হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় ও যমুনা টিভি
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন কমিয়ে যাতে আমাদের খরচ কম হয়, যেটা সহনশীল হয়, সেই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। এছাড়া ডিজেলে আমরা বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম। তাতে অনেক টাকা সশ্রয় হবে।
সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ হবে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যম। সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প। কাল থেকে এলাকা লোডশেডিং। রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। মসজিদে এসি ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।