362971

নারী থেকে পুরুষ হয়ে আবারও নারী হওয়ার প্রক্রিয়া শুরু করলো ইশা

আজব ডেস্ক।। জন্মগত নারী হলেও নারীত্বকে পছন্দ না করে ইশা ইসমাইল বেছে নিয়ে ছিলেন পুরুষত্বতে। ১৯ বছর বয়সে পুরুষে রুপান্তর হন তিনি। তবে দীর্ঘ ৬ বছর পর আবার মেয়ে হতে চান তিনি । ইতমধ্যেই নারী হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডেইলি মেইল

ইশা নিজেকে একজন সম্পূর্ণ পুরুষ হিসেবে দেখতে খুব দ্রুতই সকল প্রক্রিয়া শুরু করেছিলো। মাত্র ১১ মাসের মধ্যেই তার শরীরে পুরুষ হওয়ার লক্ষণ প্রকট হয়ে ছিলো। ইশা জানান, তার শারীরিক পরিবর্তনের প্রতি মুহূর্তই তিনি উপভোগ করেছেন। প্রতি মুহূর্তের রেকর্ডও রেখেছেন ছবি ও ভিডিওতে।

পরে পুরুষ হয়েও সুখী হতে পারছিলেন না ইশা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তার আচমকাই মনে হয়, তিনি পুরুষ জীবন আর চান না। এ কারণে তিনি হতাশায় ভুগতে থাকেন। এই হতাশাবোধ থেকেই আবার শরীর বদলানোর সিদ্ধান্ত নেন ইশা।

ad

পাঠকের মতামত