অবশেষে অর্জুনের সঙ্গে বিচ্ছেদ, ভেঙে পড়েছেন মালাইকা!
বিনোদন ডেস্ক।। বলিউডের সবচেয়ে চর্চিত জুটিদের মাঝে অন্যতম মালাইকা-অর্জুন। ধারণা করা হয়েছিল এবছর তাদের সম্পর্ক বিয়েতে গড়াবে কিন্তু এখন যে কথা শোনা যাচ্ছে তাতে চমকে উঠেছেন অনুরাগীরা। অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন এখন শিরোনামে।
বলিউড লাইফের সূত্রে জানা গেছে, অর্জুন-মালাইকা জুটি তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মালাইকা নাকি এতটাই ভেঙে পড়েছেন যে গত ছয়দিন বাড়ি থেকে বের হননি তিনি। বাহিরের কারো সঙ্গে দেখা করতে চাইছেন না তিনি।
এদিকে অর্জুন কাপুরকে তিন দিন আগে তার বোন রিয়া কাপুরের বাড়িতে যেতে দেখা গিয়েছে। রিয়ার বাড়ি থেকে মালাইকার বাড়ির দূরত্ব একেবারেই কম। তবুও মালাইকাকে রিয়ার বাড়িতে যেতে দেখা যায়নি সেদিন। অর্জুনও আসেননি মালাইকার বাড়িতে। রিয়ার বাড়ি থেকে সরাসরি নিজের বাড়িতে চলে এসেছেন। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুজনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।