362838

বিয়ে হতে না হতেই ভাঙনের পথে ইলিয়াস-সুবাহর সংসার

বিনোদন ডেস্ক।। গায়ক ইলিয়াস হোসাইন ও ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ বিয়ে করেছেন এ মাসের শুরুতে। তবে বিয়ের ক’দিন যেতে না যেতেই তাদের সংসারে যে অশান্তি শুরু হয়েছে, তার প্রমাণ মেলে সুবাহর ফেসবুক স্ট্যাটাসে।

সেখানে এই অভিনেত্রী লিখেছেন, ইলিয়াসের সঙ্গে সংসার করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এদিকে, বিয়ে নিয়ে নানা আলোচনা-সমালোচনার বিষয়ে ইলিয়াসের সঙ্গে কথা বলে জানা গেছে, তাকে চাপে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনিক বিয়ের ক’দিন পরই ইলিয়াসের গায়ে হাতও তুলেছেন তিনি। এসব কারণে সুবাহর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন এই গায়ক।

গায়ক ইলিয়াস বলেন, ‘ভাই আমি খুব চাপে আছি! ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক সংবাদ আসবে, কখনও ভাবিনি। সত্যি বলতে, আমি সুবাহকে বিয়ে করতে চাইনি। দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্সও দিতে চাইনি। সব কিছুই করতে হয়েছে ওর (সুবাহ) চাপে পড়ে। আমি এসব বিষয় নিয়ে কারিনকে সব বলেছি। আমি খুব ভয়ে আছি আমার ক্যারিয়ার নিয়ে। আমার ক্যারিয়ারটা ধ্বংস করার জন্য ও নানা রকম হুমকি-ধমকি দিচ্ছে।’

কী ধরনের হুমকি দিচ্ছে জানতে চাইলে ইলিয়াস বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। তার কথা না শুনলে আমার নামে সে নানা রকম মিথ্যা কথা ছড়াবে। আমি নাকি এক রাজনৈতিক নেতাসহ স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে আজেবাজে কথা বলেছি, সেগুলো ছড়ানোর হুমকি দিয়েছে। ’ তিনি জানান, বিয়ের ১০ দিনের মধ্যেই কয়েকবার তার গায়ে হাত তুলেছেন সুবাহ।

ইলিয়াস বলেন, ‘আপনারা তো আমাকে চেনেন; আমি বারবার ওকে শান্ত করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মার খেয়েছি, তাও চুপ থেকেছি। সব কিছু স্বাভাবিক আছে এমনটা বুঝিয়েছি। কিন্তু আমার বর্তমান অবস্থা দেখলে বুঝবেন আমি কেমন আছি। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। আমাকে মেরে মিথ্যা নাটক বানিয়ে সে (সুবাহ) লাইভে এসে উল্টো গল্প বানিয়ে বলেছে সবাইকে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে। এর পেছনেও সুবাহ জড়িত আছে। সে রাকিব হাসানের (তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মামলা চালাতে তাকে টাকা দিয়েও সাহায্য করছে। সুবাহ জানে আমি ক্যারিয়ার নিয়ে অনেক ভয় পাই। সে আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য বারবার হুমকি দিচ্ছে।’

ইলিয়াস বলেন, ‘ওর সঙ্গে সংসার করা কোনোভাবেই সম্ভব না। আমি সেভাবেই ব্যবস্থা করছি। শুধু তাই না, আমি জানি ও আমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমার গায়ে হাত তুলেছে। তাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছি। অনেক হয়েছে আর না, আর সহ্য করতে পারছি না।’

ইলিয়াসের এমন অভিযোগ প্রসঙ্গে সুবাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উৎস: দৈনিক আমাদের সময়।

 

ad

পাঠকের মতামত