362727

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের হবির মোড় এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ মৃত্যুর খবর নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। যমুনা টিভি

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ জানান, ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। বাংলানিউজ২৪

স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিলেন। হঠাৎ কারখানার এক পাশে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

জানা গেছে, সান্তাহার শহরতলীর হেমতখালী স্থানে বিআইআরএস প্ল্যাষ্টিক ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ওই কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টুর। সাড়ে এগারোটার দিকে স্থানীয়রা ধোঁয়ার কুন্ডুলি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের স্থানীয় সাতটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুন লাগার সঠিক কারন এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের চৌকস দলটি অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

ad

পাঠকের মতামত