362699

স্ত্রীসহ গ্রেপ্তার ‘জিনের বাদশা’

নিউজ ডেস্ক।। রংপুরে জিনের বাদশা সেজে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে রংপুর সদর উপজেলার চৌধুরীপাড়া গ্রাম থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বিষয়টি নিয়ে আজ রোববার দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান। তিনি বলেন, মহানগরীর পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমানের সঙ্গে ২০০৫ সালে সবুজ মিয়া ও পারভীন বেগমের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হলে সবুজ নিজেকে জিনের বাদশা পরিচয় দেন। তিনি মামুনুরকে অল্পদিনের মধ্যে কোটিপতি হওয়ার লোভ দেখান।

পুলিশ সুপার বলেন, মামুনুরকে বিদেশি ডলার, প্রাচীন ধাতব মুদ্রা, সোনার মূর্তি, মূল্যবান পাথরের মূর্তি সংগ্রহ করে দেওয়ারও আশ্বাস দেন সবুজ। এসব কথার ফাঁদে ফেলে মামুনুরকে দিয়ে ব্যাংক হিসাব খুলে তার স্বাক্ষর করা চেকবই হাতিয়ে নেন। লোভে পড়ে নিজের জমি বিক্রি করে কয়েক দফায় ৭৪ লাখ টাকা দেন ওই ব্যবসায়ী।

দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখলেও গত বছরের ২৭ জুলাই রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামুনুর অর্থ আত্মসাতের মামলা করেন। এরপরই গা ঢাকা দেন ওই দম্পতি। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

ad

পাঠকের মতামত