362637

প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে সেই ইউপি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা গলায় পরিয়ে মারপিটের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়াসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি সদস্য কাওছার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

সিংগাতি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার বিকালে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মোল্লাহাট থানায় চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে বুধবার সকালে প্রবাসীর স্ত্রীকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে জুতার মালা গলায় পরিয়ে মারপিটের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার প্রধান অভিুক্ত ১ নং ওয়ার্ডের ইউপি মেম্বার কাওছার চৌধুরীসহ অন্যরা। এসময়ে তারা প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, এ ঘটনা ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে। এঘটনার পর লোকলজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করেন ওই গৃহবধূ। পরে ওই প্রবাসীর স্ত্রীকে আজ বিকালে পুলিশ খুঁজে পায়। বিকালে নির্যাতনের স্বীকার প্রবাসীর ওই স্ত্রী বাদী হয়ে মোল্লাহাট থানায় ১৪ জনের নামে মামলা দায়ের করেন।

 

ad

পাঠকের মতামত