প্রভাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা
বিনোদন ডেস্ক।। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভায় মুগ্ধতা প্রকাশ করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। প্রভার একটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘কে তুমি, কি তোমার পরিচয়, কোন গগনে থাকো? কোথা থেকে আবির্ভাব হলে হে পরী? স্বর্গ থেকে বুঝি?’
শ্রাবন্তীর পোস্টের উত্তরে প্রভা লিখেছেন, ‘ওলে বাচ্চা…আপুনি, খুব ভালোবাসি তোমায়’।
বিয়ে এবং বিচ্ছেদের কারণে শোবিজে অনিয়মিত হয়ে পড়েছিলেন প্রভা। তবে এখন তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। বাংলাদেশ প্রতিদিন