আজ রাতেই কানাডা যেতে পারেন ডা. মুরাদ
সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান আজ রাতেই কানাডা পাড়ি জমাচ্ছেন। কানাডায় যাওয়ার জন্য বুধবার টিকিট কেটেছেন তিনি। সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে এ তথ্য জানা গেছে । ডিবিসি টিভি
সদ্য সাবেক এই প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিলো, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। গতকাল তাঁর নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকেও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকা থেকেও তার নামটি বাদ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তাঁর নাম নেই।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, মুরাদ প্রথমে সপরিবারে দেশের বাইরে যাওয়ার চিন্তা করেন। কিন্তু পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় শেষ পর্যন্ত একাই দেশত্যাগের চেষ্টা করছেন । বিডি লাইভ